আল ঈমাম ট্রাস্ট একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান, যা শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ঈমাম হোসেন একজন স্বপ্নদ্রষ্টা এবং নিবেদিতপ্রাণ সমাজকর্মী। তিনি চাঁনগাও, আমদিয়া, মাধবদী, নরসিংদী এলাকায় দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তায় অবদান রেখে চলেছেন।
সুনির্দিষ্ট কোনো খাতে দান করলে সেটা সে খাতেই ব্যয় করে আল ঈমাম ট্রাস্ট। আর সাধারণ তহবিলের অর্থ ট্রাস্ট পরিচালিত সকল কল্যানমূলক কার্যক্রমের জন্য উন্মুক্ত থাকে এবং আল ঈমাম ট্রাস্ট এর দ্বীনি শিক্ষা, মানব সেবা ও দাওয়াহমূলক কর্মকান্ডে খরচ করে।
যাকাত একদিকে যেমন ইসলামের অন্যতম মৌলিক স্তম্ভ, তেমনই এটি একটি মানবিক ইবাদত। যাকাত অর্থনৈতিক বৈষম্য দূর করতে সব থেকে বড় ভূমিকা পালন করে থাকে। আপনার প্রদানকৃত যাকাতের মাধ্যমে সচল হতে পারে একটি অচল সংসারের চাকা।
সাদকাহ জারিয়াহ মানে- যে দানের উপকারিতা শুধু এককালীন নয়; বরং ধারাবাহিকভাবে চলমান ও দীর্ঘদিন অব্যাহত থাকে। পক্ষান্তরে যে দানের উপকারিতা দীর্ঘদিন অব্যাহত থাকে সেগুলোর সওয়াব তথা বিনিময়ও মহান আল্লাহ দীর্ঘ দিন পর্যন্ত অব্যাহত রাখেন।
আল ঈমাম ট্রাস্ট এর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের আওতায় পুরো রমজান মাসজুড়ে পথযাত্রীদের মাঝে প্রতিদিন ২০০+ প্যাকেট বিতরণ করা হবে। প্রত্যেক প্যাকেটে দেয়া হবে- ২পিস খেজুর, ১টি ক্রিম বাটারবন, ১বোতল পানি ও ১প্যাকেট জুস।
আল ঈমাম ট্রাস্ট এর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের আওতায় পুরো রমজান মাসজুড়ে পথযাত্রীদের মাঝে প্রতিদিন ২০০+ প্যাকেট বিতরণ করা হবে। প্রত্যেক প্যাকেটে দেয়া হবে- ২পিস খেজুর, ১টি ক্রিম বাটারবন, ১বোতল পানি ও ১প্যাকেট জুস।
আল ঈমাম ট্রাস্ট এর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের আওতায় প্রায় ১৭০ টি পরিবারের মাঝে ঈদের বাজার বিতরণ করা হয়েছে। এতে প্রত্যেক পরিবারের জন্য বরাদ্ধ ছিলো- ১কেজি করে গরুর মাংশ, পোলাও, চিনি, সেমাই, ডাল ও সয়াবিন তেল
আল ঈমাম ট্রাস্ট এর এর যাকাত ফান্ডের মাধ্যমে দারুল ওহী আইডিয়াল মাদরাসা ও দারুল ওহী জমিলা খাতুন আইডিয়াল মহিলা মাদরাসার প্রায় ৪২জন শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনা বেতন এবং স্বল্প খরচে লেখাপড়ার সুযোগ দেওয়া হয়েছ।
আল ঈমাম ট্রাস্ট কর্তৃক দারুল ওহী আইডিয়াল মাদরাসা ও দারুল ওহী জমিলা খাতুন আইডিয়াল মহিলা মাদরাসার শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ৩টি মাদারাসা ভ্যান প্রদান করা হয়েছে। যাতে প্রতিদিন ৪০-৫০ শিক্ষার্থী সুবিধা ভোগ করছে।
আল ঈমাম ট্রাস্ট এর অর্থায়নে ও দারুল ওহী আইডিয়াল মাদরাসার সহযোগিতায় পুরো রমজান মাসব্যাপী পথযাত্রীদের মাঝে প্রতিদিন প্রায় ২০০+ ইফতারির প্যাকেট বিতরণ করা হয়। পুরো রমজানের জন্য ৬হাজার প্যাকেট বরাদ্দ ছিলো।
আল ঈমাম ট্রাস্ট is proudly powered by WordPress